আমি হয়তো নিতান্তই একজন,
সাধারণ মানুষ।
চাঁদ কে ঘরে আনার জন্য,
আকাশে ছেড়েছি এক রঙ্গিন ফানোস।
বড় কষ্ট লাগে এই ফানোসটা যদি,
না আসে আর ফিরে।
হাজারো যন্ত্রনা কষ্ট যদি,
আমায় ধরে গিরে।
হয়তো তখন এই পৃথিবী,
ছেড়ে যাব চলে।
তোমায় কত ভাল বাসতাম,
কবিতায় যাব বলে।
হয়তো!সেদিন তুমি মুক্ত হবে,
উড়বে পাখির মত।
ঘুম হারা রাত শেষ হবে,
সুখ আসবে শত শত।
কিন্তু আমি  সাধারন হয়েও,
অসাধারণ কাজ করেছি।
তোমার মত ভাল মেয়েকে,
হৃদয় দিয়ে ভালবেসেছি।