ঘুরে এলাম খুঁজে এলাম আসলো না সে!
এমন করে অনুরাগে মিললো না দুর্গতি শেষে ৷
ফিরলো না সে আলোয় ভরা সন্ধানে ,
অনুতাপে হৃদয় দোলা ঘুমের নীরঙ্গনে ৷
ঝুলন্ত অতীত ঝুলে আছে সন্ধান তুলে ,
অকাল ঝড়ে অনায়সে হঠাৎ করে ভুলে ৷
চূর্ন করে ভেঙ্গে দিলো নিবর্ণ নাই ঠাঁই ,
পাগল পাড়া শহর জুড়ে কোথায় খুঁজে পাই ?
নামলো আধার ঘুছিয়ে কালো অাবাছন্ন ,
থাকলো না সে নিয়ম করে মেঘ আছন্ন ৷
মেনে নিতে কষ্ট ভরা ঘুরে চক্ষু পানে সে
কালো মেঘে জমলো ক্ষত সর্বাঙ্গে মিশে ৷
নীরব ছলে মনের দাগে অভাব হৃদয় তার
বুজবে কি আজ শুণ্য দেহ একলা আমার ৷
চিনলো না সে অতীত তাহার খুঁজলো না
থমকে গেলো উজ্বল ধারায় ভিজলো না ৷
অন্তরে তরে মমটীকা লৌহ জং লোপট গড়া
বুজলো না সে হারিয়ে যায় উঠলো অন্য পাড়া ৷
নিলোনা মোর অলয় দাবি মিটলো না কোন আশা
নিমেষে সে হারিয়ে গেছে অকাল হারায় ভাষা ৷