বেদনায় নীরব মনে কান্নার লোনা সরে ,
পাওয়া না পাওয়ার জাগায় ব্যাথায় ভরে !
আমার শূণ্য ঘরে  দুঃখ ভরা সাগর জমে ,
কে আছো যেথায় থাকো সুখ বিলাও আমার নামে ৷
সুখের  দেখা পাই যদি তাড়াতাড়ি করে নিবো দেখা ,
স্বপ্নের দেনা পাওয়ানা মিটাবো আমি একা ৷
দুঃস্বপ্নের অনল ভূমিতে দুঃসাধ্য পেতে সুখ
কষ্ট করে হলে ও মিলাতে পারিনি ফেটে যায় বুক ৷
আমার অন্তর এতোদিন কি ছিলো মিথ্যে মায়ায় ?
কারো তোষামেদে বেদনায় নীলকণ্ঠে পাইনি কোন ছায়া ৷
গভীর তলদেশে  ঢেকে ফুটেছে বৃষ বৃক্ষ বট
সুখের দেখা দেখতে দেয়না সে আড়ালে ক্ষত !
জ্যান্ত মানুষ আমি আগুনে পুড়ি বারবার
মাধবী তুমি  কি আছো আমার ব্যাথা তাড়াবার ?