বদলে গেলো আকাঁবাকা রাস্তা
বদলে গেলো নদী সেতু আস্তা
বদলে দিলে ছিন্ন ভিন্ন  রূপ
এনে দিলে উন্নয়নের  ছাপ ৷
বদলে গেলে ফ্লাইভার বিমান বন্দর
বদলে গিয়ে আমার দেশটা সুন্দর ৷
অতীতের রের্কড গুরিয়ে দিয়ে
আসলো যিনি রঙ্গিন আলো নিয়ে ৷
আমরা তারে স্বরন করি দিলে দিলে
দেশটা তিনি গড়েছেন তিলে তিলে ৷
জানি পিতা তোমায় মানে সবাই
জানার ক্ষেত্রে তুমি হৃদয় ভাবাই ৷
এই ভাবনার তুমি শীর্ষে সুপ্তায়
রাখছে  তোমায় সবাই মাথায় মাথায় ৷
স্বাধীন যেমন তোমার কণ্ঠে ডাক
এই চেতনা সবাই আপন করে পাক ৷
স্বাধীন যেমন ভেঙ্গে ফেলে জেল
সৈরা শাসন নিভিয়ে করে ফেল
স্বাধীন যেমন আমার কলম খাতা
ইচ্ছে হলে লিখে ফেলি  কিছু পাতা ৷
ভালো হলে ফুটায় যত্নে ভালো কিছু
খারাপ হলে কলম দাবায়  পিছু৷


লড়েছে পিতা বাংলাদেশের মানুষের জন্য
স্বাধীন দেশে বাস করে আমরা হলাম ধন্য
ধারাবাহিক পটভূমিতে হালের জন্য
পিতার  কন্যা করেছে মোদের ধন্য ৷