বদলে গেলে আগলে রাখা যায়না প্রিয়া ,
আগলে রাখলে মনে পড়ে স্মৃতির ছায়া ৷
তুমি কি আর বুজবে দরদ কেন নামে !
স্বৃতির বুকে কেন কষ্টে কষ্টি পাথর জমে ?
কেনই বা রাখতে চাইলে রাখা হয়না
আমার ঘরে তুমি চাইলে তুমি হওনা ৷
বদলে গেলে বুকের ভেতর কষ্ট বাড়ে
যেমন করে কাটাছেড়া লবনে করে ৷
তুমি কি আর খুঁজবে  ? আমায় তুমি বুজবে  !
নতুন করে আপন করে তাকে ছেড়ে  বাঁচবে ?
তুমি কি বুজবে ? আমার বুকে তোমার গ্রহ
উপচে পড়া ভীরের মতন কেন দুলছে মোহ ?
বুজবে কিভাবে তুমি তো আর  নাই পুরানদেহে
নতুন সুখে নতুন আশায় নতুন মায়ায় নতুন গৃহে ৷
তুমি ছিলে আমার বুকে সবুজ সবুজ
আজ কেন বদলে গিয়ে রংটা অবুজ ৷
তুমি ছিলে রঙ্গিন পাখি উড়ান্তে বর্নিলে
ইচ্ছে হলে হারিয়ে যেতাম দুজন মিলে ৷
রাখতে চাইলে দুখের বাড়ী গেরাস্থলে
মন দিয়ে যে মন রেখোছো দুখস্থলে !
আমি না হয় তোমায় ছাড়া ছন্নছাড়া
তুমি কি  আসবে ফিরে  তাকে ছাড়া ?
বদলে গেলে বুকের ভেতর কষ্ট বাড়ে
যেমন করে আমার বুকে ব্যাথা বাড়ে ৷
বদলে গেলে আগলে রাখা যায়না প্রিয়া
আগলে রাখলে মনে পড়ে স্মৃতির ছায়া ৷