আদরো লহে জানিতাম হিয়া
টানিয়া হিয়া লহে ভাবিতাম শুইয়া ৷
করুনা সহে দহনে বরণে  শূণ্য
তলনে মাঘো পানে নিরলে পূণ্য ৷
আমাতে তোমাতে লড়ে যাবরে
হেথা কি বুজিনা এ জনমের পসরে ৷
হেলেছে পশু হেলেছে তরু নভলে
বাগিচার ফুল ঝড়েছে  তৃন অচলে !
আমি তো হেলেছি মধু রসের ও বনে
ওজন লহে ফারিতে মৃন কলঙ্ক দাগে মনে ৷
এ দাগ নিভানো লহে পারিতাম হিয়া
সাক্ষী না দিতো ভুলনে না গিয়া ৷
তাপে ঝলেছে দেহ ঝলেছে দু প্রহর
গলনে সহে না আমার ও ব্যাথার শির !
নাঙ্গর ও দুলে ক্ষরণের দোষে  মোহে
  ভোজনে না সহে ভোজন ও না সহে !
ধরোনা আমায় করুনা করে ,,
শ্রানে ঠোঁটে লোভে পাগল ও বাজি  ধরে !
কাতরে আমি  ডুবান্ত মায়া জাগে
পেতে দেও পাবনের শাড়ী ছোঁয়ার আগে !!
যেন হারানোর আগে বুজ মানে কাননে
ছলনে হেলান রাখে নিধুম পিপাসার মনে !