আমার অঙ্গন জুড়ে ঢাকঢোল বাজাই ,
জানোনা তোমাকে আমি প্রতিদিন কত রূপে সাজাই ৷
সাজাতে ভালো লাগে রূপ যে  তোমার অপরূপা
চুল পেঁচালে ফুল গাঁথিলে সুন্দর লাগে খোঁপা ৷
এই অদবধি বেলায় অঙ্গারের  নিঃশ্বাস সরে
কামনায় গোপন নথি দিবো প্রিয়ত্রীর ধারে ৷
   অনুশীলন নয় জাগরস্বপ্ন ভাবনায় কাটায়
আমার ফাগুন মনে তাপে ধাপে আগুন বাড়ায় !!
যাই পথবেঁয়ে নতুন কিংবা অজানায় জাগায়
তবে চিনো নিয়ো পথের সন্ধানে নিরব আশায় ৷
কামনা মেপে দেখো আমি জলযোজন ,
মিশালে মিশাতে পারো আমি অবিচেতন ৷৷
নীহারিকা আজ ঝলমল সেবায় উদয়ীমান
মনোনয়ন দিলে গতি মোর  হবে সন্ঞ্চালন ৷
বিগলন ধাতু প্রতিনিয়ত নিষকাশন হবে প্রতিক্ষন
শুধু ফুরাবেনা তোমার আমার মিশ্রনে জলযোজন ৷