করোনা করোনা ধরোনা কাউকে ,
মাটির পিন্জর মাটির মানুষকে ৷
ধরোনা ধরোনা জীবন অসীকে
ধরফর যাযক  আপ্লুত মনকে !
দোহাই তোমার বিস্তার থামাও
যেথায় খুশি বিলীন হয়ে যাও ,
নয়াকূলে নিয়ো না ঠাঁই
আপদমস্তকে আঘাত পাই ৷
বের হবার নিয়ম নাই ,,,
এভাবে কি চলেরে ভাই ?
দোহাই তোমার বিস্তার থামাও ,,
যেথায় খুশি হেথায় বিলীন হয়ে যাও !
এই আবাদে নবান্ন থামাও
মরণ ডালি সম্মান দেও ৷
স্পর্শে আর দিয়োনা  আঘাত
দূর কান্ডারি এলাহি কপাট ৷
ধরণে শোধনে  দেও বিশুদ্ধতা
নিয়ন্ত্রিত নিয়ম মাপা "
এভাবে আর চলবে কতকাল !
মহামারি ছড়িয়ে বড় নাজেহাল ৷
বিশ্বব্যাপী করোনা দিয়োছো হুঙ্কার
কিসে তার এতো অহংকার ?
চোখের দেখা করুণ সুুর ,
সাবধানতা সঠিক দূর ৷
সৃৃষ্টা তুমি করোনার ছোঁঁবলে মেরোনা আর কাউকে !!
আকাশ সমান দয়ার আর্জিতে রক্ষা করো সবাইকে ৷