আমার মায়া ভরা উপনগরে
                       দিলাম তুরে ঠাই ,
পলগহ গড়ানো মোর ঘরে
                       যেন তুরে খুঁজে পাই !  
জীবন বিচিত্র ভয়ে ওরা  ব্যারাক টানে
                    প্রেম বাধনে  যেন না টানি
উভয়ে মালাকৃতি কন্ঠস্বরের পানে
                  ভয় নাই আছে ব্যালকনি  !
রজ্জুপথ গোলাপে ভরা সুগন্ধি
                      পথে বয়ে আমি শুষি ,
শোধনে প্রনালিকা পুক্ত সন্ধি
         মনেতে বড় চাওয়া তাই তারে পুষি !
জ্ঞাপক জ্ঞাপনে  দেখতে চাই
                          সমীকরণ ঠিক লয়ে ,
প্রত্যাশায় উদয় পথে যাই
           সন্ধা আইন যদিও থাকে গাঁয়ে !
নালিশ হয়ত বা তারা করে
                    প্রেম মানেনা  যারা  ,
প্রেম বিচরণে , প্রেম দরকারে
                 আমার অঙ্গন আত্নহারা ৷
মস্তিকে মোর ব্রতীবালক  
                   নাগফনী মোর  জলসা ৷
কে দিবে মোরে বাঁধার চলক !
                   আগুনে পুড়ায় শিসা ৷
প্রেম দুনিয়ায় প্রেম চলবে  
                   অন্তরায়  কেন দেও বাঁধা ?  
প্রেমের নিয়মে প্রেম চলবে
        অশ্লীল বুলি দিয়ে কেন দেও কাঁদা ?