মেটাবে কামনা ,
নজরে পানা ৷
ছারবনা   খাড়া ,
কদরে সারা ৷
উল্লাসে পাড়া ,
নমুনা ধারা ৷
ঐ পথে শহর !
ঝাকালে মোহর ৷


চাইবো যা ,
পাইনা তা !
চাহিদা মোর  ,
অনাথা মিশর ৷
ক্ষোভে ক্ষোভে শাষায় ,
সমাদরে বড় সংশয় !
নিধনে কুটি , বড় অপসন্ঞ্চয় ৷
সাধ্যের বাইরে চাইলো পরশ ৷
অভিমান স্বরে পাইলো কি উপায় ?
বানাবে দশ , হবে কি বিশ ?
ভেবে দেখো একবার ৷
যত পাইবা , তত চাইবে !
অন্তর কি মেটে তবে ৷


সন্ঞ্চয়  দিলে , পাবে   অলিবল ৷
থাকবে  জুড়ে বড় অবিচল ৷
চাইবে চাঁদ ,মিটাবে কি স্বাদ ৷
না থাকে যদি কোন খাদ ৷
কপালের দোষ  , যদি নেও রেষে ৷
পাবেনা উপায় , চাহিদার কেশে ৷


বেচারার চাহিদা মিটবে কি কালে !
ধনবানদের চাহিদা সরবে কি যুগে ৷