তরতরে তুর মন বাড়ে যে ঝলক খাসা ,
ফুরফুরে যার আমেজ বৈঠক দোহান দসা ৷
ঝরঝরে বড়ই পাতা মাটি আছায় ডুবলে রসে
যেমন করে বাতাবি লেবুর ঘ্রাণ ছড়ায় সুভাসে ৷
উঠলো এবার ডালিম শাখে পুষ্পদাম নিটলে
উতল ডালে রই টকঝরা সারি পই অবিকলে ৷
তেঁতুল টকে লুল ভেসে যায়  ঢুক গিলে মুখ ভরে
কামরাঙ্গা, আমড়া, চালতা পিশে  ঝাল করে ৷
পেঁপে , পেয়েরা মিষ্টি ঠাসে দাঁতের ঠাসে
সফেদার পিচলা বিচি রকির গুলি দূর ভাসে
কাটা কাঁঠালে আনলো জমাট দেহ গরম তুলতুলে
সব পোকার আমের ঝাঁকে ক্ষত চাপে  দুলদুলে ৷
জামের কসে কালো জিহবা চরচরে আলগা দাগ ,
জামুর করাল উঠলো ভেসে রসের দ্বায়ে পূণ্যভাগ৷
কলার স্বাদে দুধের মিশ্রণ ফুরৎ ক্ষীদে ঢলন থলা
পাই ছড়া কই  আঙ্গুল ফলে টকের মসৃণ টলটলা
আপেল মাড়ির জিমাট বাঁধে ছলছলা মূল
মাল্টা রসে গুনগুনা তার খোসবা গোল ৷
এমন স্বাদের ফল সমাহার উঠলো বাজার
বেঁচলো ফল লাগলো বেশ কিনলো ক্রেতার