এইখানে তুর আদর মাখা
এইখানে তুর ছোয়া
যা পেয়েছি তা ধরেছি
মন মাঝেতে আঁকা ৷
নাঙ্গর দোলা শীতল ছায়া
রাখলে জানি মায়া
ফুলের তোড়া বরণ কালে
ডাকলো পাখি সুখের তালে ৷
নিভৃত মন অষ্ট পাড়া
গান গেয়েঁ অট্টহারা
ছলক বাঁশের ছন্দ হারা ৷
বাতাস ধারে জুড়ায় শরীর
হঠাৎ আসা কাছে বসা
জাগলো প্রাণে মনের আশা ৷
বললাম আমি হেসে
সাই দিলে হাতের কাছে
আদর মাখা মুখের ছবক
নিলাম আমি সুখের চমক ৷
বললাম মেয়ে কত আপন
দেখছি তোমায় কত স্বপন ৷
দাড় করালাম ভীরের মাঝে
তোমার মনের আপন খুঁজে ৷
পেলাম শেষে অবশেষে  
পার করলাম অবাধ মিশে  ৷
উঠলো ফেঁপে ক্ষুদার জ্বালা
দিবো তারে শরম বালা ৷
উপাস দুপুর ইচ্ছে ছুটে
উঠলাম আবার মেতে ৷
ঢালা খুঁজে বসলাম চেপে
জাত বিরমহীন ছিন্ন রেপে  ৷