হাতে লাঠি , পায়ে জুতা
চলে ধীরে , পায়ের পাতা ৷
চোখে  আপসা , দেখে ঝাপসা !
চোখে দাদার সাদা চশমা ৷
গায়ে পান্জাবি " পরোনো লুঙ্গি
সাথে দাদী অমর সঙ্গি !
বড় সুখের তাদের ভঙ্গি ৷


মুখে দাদার শ্লোকে  ভরা ৷
থাকি আমি শ্রবন সাড়া ৷
কিচ্ছা দাদার আপন রচনায় ৷
বলে আমায় "  গভীর সূচনায় ৷


দাদু ভাই "বলে ডাকতো  যখন ,
মুখ খানা আমি খুশি করে  তখন !
ছুটে যেতামা দাদুর কাছে তখন ৷
কত আদর করতো আমায়
তাইতো দাদুর পাশে যেতাম
কত খাবার দিতো আমায়
তাইতো এত্তো খাবার খেতাম ৷


দাদু আমায় গান শোনাতো "
আমায়  তাতে মন ভরতো ৷
  
দাদু নাই আজ ঘরে "
কেমনে দিন চলে -রে !
হাজার ও দিনের ছলে "
কত দিন যায় চলে ৷
তবু ও দাদু  আজ মনে পরে ,
তোমার সাথে দিন কাটানো ঘরে !