আকাশ থেকে পড়রে বৃষ্টি ,
খরা জমিনে ৷
উত্তাপ্ত গরম বইছে কৃষ্টি  
হাওয়া নাই কাননে ৷
খাল বিল চৌচির  এখন ,
জল নাই পুকুরে ৷
তৃষ্মায় আমার গলা শুকায়
ঘাম ঝরে শরীরে ৷
আকাশ থেকে পড়রে বৃষ্টি ,
খরা জমিনে
উত্তাপ্ত হাওয়া বইছে কৃষ্টি
মাঠে ময়দানে ৷
দাওনা বৃষ্টি একটু দৃষ্টি
আমার পাড়া গায়ে ৷
পাড়ার লোকে চেয়ে আছে
বৃষ্টির প্রার্থনায়ে ৷
আকাশ থেকে পড়রে বৃষ্টি
খরা জমিনে  
দমের আগে ঘাম ঝরে যায়
বৃষ্টি তুমি কোনখানে ?
বৃষ্টি তুমি আসলে এখন
বইবে শীতল হাওয়া
বৃক্ষগুলো সবুজ হবে
এইতো মোদের চাওয়া ৷
আকাশ থেকে পড়রে বৃষ্টি
খরা জমিনে ,
ঘুম নাই এখন প্রতিবেশির
রাত্রে বিছানে ৷
রাত্রি কড়া দুপুর রোদে
চুপছে গেছে হাওয়া
এমন তাপ সহ্য হয়না
গরম তাপের দাওয়া ৷
আকশ থেকে পড়রে বৃষ্টি
খরা জমিনে
কৃষক খেতে ফসল ফলাবে
পানির গড়নে ৷
কৃষক খেতে  আনবে ফসল
জুটবে খাবার ঘরে ৷
রোদের জ্বলন তাড়িয়ে দিয়ে
আয় না বৃষ্টিরে ৷