আমার এখন সূর্য ডোবার অন্ধ ভুল
থমকে গেলে আকাশ ভরা সৃষ্টি বিল
থমথমিয়ে নেমে গেলো উদাস সুখ  
হয়না দেখা হয় না মিশা উদার বিমুখ ৷
আড্ডাখানা হয়না আবার আগের মতন
নিজের নামে চা এর বিল নেয় না এখন ,
চা বিক্রতা বিক্রি হয়না টং দোকানে
তাদের আহার কেমনে চলে নিষ্প্রাণে ?
ঘুরতে যাওয়া পার্কে আর হয়না যুগল
টুকাই এর ফুল কে কিনবে এমন পিলল ৷
ঝুটবে না তাদের আহার ঝিনুক হাসির চিত্র
কে দিবে দামের সাথে মিষ্টি হাসির শুভত্র ৷
চন্দ্র সুখে আমাবস্যা খাটবে কি সোহাগ করে
ঝিঁনুক মাখা রোদলা কি ফুটবে কি আদর করে !
আসলো না কেউ আমার কাছে মিলন সুখে
বললো না কেউ চিত্রখানি  অনল ধানে অনক্ষে ৷
সব হারিয়ে নিলাম তুলে অপেক্ষার আর্শিবাদ
যদি জুটে আগের মতন আগের চিত্রে মূল্যবাদ ৷