রাতে জোনাকি তারারা আকাশে
পিতাকে কেন  যায়না দেখা দেশে ?
আজ চেয়ে থাকি কাল আসবে বুজি
দিন চলে যায় মিছিলে ডাক খুঁজি ৷
খুঁজি প্রান্ত থেকে প্রান্তহীন ছড়িয়ে পড়েছে
প্রতিবাদে মুক্তির দূর্গ জ্বালিয়ে দিয়েছে
শুনি তোমার কণ্ঠে বাংলা অধিকারে বুলি
তোমার আওয়াজে বাংলায় সুর তুলি ৷


অন্তরালে ছোঁয়া চোখে মুখে আনন্দে
ভরপুর হয় যখন তোমার ছবি দেখি চোখন্দে ৷
অন্ধকারের মশালে ভাষা অবতারনে
সংগীতের আসরে গ্রণ্থের চরণে
আমি অনেক শুনি আমি অনেক পড়ি ৷
তবে কেন মুজিব তোমার জানা আগ্রহ কমেনা
পুরনো ইতিহাস নতুন করে জ্বলে উঠে ভাবনা ৷
মিটিং সমাবেশে গোল বৈঠাকে মানুষের অধিকার
মুক্তির রচনা চেতনায় মুজিব বাংলা স্বাধীন কর ৷
নয়া দামামা মুক্তির ডাক কণ্ঠস্বর ভারী
রাজপথ একটি আশা একটাই অধিকারী ৷
ক্ষমতার লোভে মুছে দিতে চায় কর্ম
আমি বলি নাই কোনো  তাদের ধর্ম ৷
আকাশ শুল্ক মেঘ উল্ক ভাসমান হয়ে
মুছবেনা কখনো আর পৃথিবীর ময়ে ৷