রশিদ আলীর ভিটে
মতব জুটে রীতে !
বসত বাড়ী নৌকা জাল
ফিরিতে বসে বুনে জাল ৷
টানুন টানুন মাছেঁর আইছ
সুযোগ বুজে গল্পে যাইস !
নদীর পেটে মাঁছের খেলা
মাঁঁছ দিয়ে ভরবো পেয়ালা ৷
পেয়ালার মাছ বিক্রি করে
সংসার টানবো সুখের তরে ৷
'
দুঃখ নদীর কঠিন দশা
জ্যান্ত প্রাণে ভূমির বেঁচা !
ঢেউ তুলেছে বাঁধ ভেঙ্গেছে
অসীম নদীর পানি বেড়েছে ৷
এপাশ- ওপাশ  নদীর তীরে
প্লাবিত নদীর ভাঙ্গন ঘুরে ৷
কার বাড়ী ? কার চর ?
পদ্মা নদীর সবার পর ৷
পৃর্ব প্রান্তে সৃর্য হাসে !
দুঃখ নদী বাড়ির কাছে ৷
ছপ ছপ ঢেউয়ের বাদ্য পাবণ  শব্দ
রাক্ষস নদী রশিদ মিয়ার বাড়ি করলো জব্দ !