তুমি নাকি আমার ঘরের লক্ষ তারার আলো ,
তোমার সাথে ভালবাসা আমার লাগে ভালো ৷
এতো ভালো লাগে তোমার চাঁদমুখ খানা,
ছন্দে ছন্দে জাদুতে  আনন্দ দেয় হানা ৷
আসুক তারা আমার প্রাণে সুর ধ্বনি গানে
ভোমর হয়ে মধু খাবো ভালোবাসার টানে ৷
তুমি নাকি আকাশ তারায় জোস্নাতে নীল
জোনাক তারার সাথী হয়ে রবো যে মিল ৷
অনুরাগে অনুভাবে থাকো তুমি পাশে
ভালোবাসার পরশ দিয়ে থাক আমার কাছে ৷
তুমি নাকি আমার ঘরের আদর মাখা মুখ
ভালোবাসার সোহাগ দিয়ে বাঁচে জণ্জাল সুখ ৷
তুমি আমার আবাসভূমি রুপে আকুল ছবি
তোমার রুপের বাহার দেখে আমি হলাম কবি ৷
জানুক রাতের আকাশ তারা নিঃশ্বাসে যে তুমি
তোমার ভালোবাসা পেয়ে আমি হলাম প্রেমি ৷
তুমি নাকি আমার ঘরের লক্ষ তারার আলো
তোমার সাথে  ভালবাসা আমার লাগে ভালো ৷
থাকে আমার আশা ভাষা সবই তোমায় ঘিরে
সারা জীবন পাশে থাক এই ভরশায় ফিরে ৷
তুমি নাকি আমার ঘরের লক্ষ তারার আলো
তোমার সাথে ভালবাসা আমার লাগে ভালা ৷