তোমার জন্য রেখে গেলাম এ জনমের ভালোবাসা ,
সবুজ শীতল সতেজ হয়ে বেঁচে থাকুক এমন আশা ৷
কাল বিবর্তন রাঙ্গিয়ে যাক আলোক সজ্জা মোহনা ,
কারুকার্জে সাজিয়ে গেলাম মধু মিতার রোহিনা ৷
তোমার রূপে রাঙ্গিয়েছি আমার বাড়ির আঙ্গিনা ,
বিবশ কাটে নিয়ম করে চোখের  পাতায় মর্জিনা ৷
স্বপ্নচারি রত্ন করে আঁকিয়ে যাই নীলাম্বরী
মনের পাতায় ভাসে ছবি তোমার জন্য পথ পাড়ি ৷
রাত কাটেনা অপেক্ষাতে থলাস মাঘে দিন যপে
পাগল পাড়া ছন্নছাড়া পথিক আমি পথ সবে ৷
ক্লাল্তহীন যাত্রা আমার তোমার পাওয়ার আবেগী  ,
যতই থাকুক তুফান ঝড় আমি তোমার অনুরাগি ৷
মিঠাই মুখে তব্দ ফুটুক খুশির জোয়ার লোকজ তরু
অন্নতাপে নষ্ট যার মিটাবো তার নিয়ম ভোগের ধুরু ৷
জাত চিনিনা ভোগের দায়ে মান মানিনা মানিজ্জত,
তোমার জন্য গিলে খেলাম আমার বাড়ির ইজ্জত ৷
যতই বলুক লোকে আমায় হার মানিনা স্বপ্নদ্বয়
তোমার পাওয়ার বিলাশ আমার স্বপ্নচূড়া আকাশময় ৷