স্মৃতিময় জীবন আমার ,দুঃখ ভরা মন ৷
ভাবনায় কেঁদে মরি,চলে যাওয়ায় দিন ৷


দিনের গাড়ী ,স্মৃতির বাড়ী ৷
এক হলো যে আজ  ৷


  কল্পনাতে বিভরে আমি ,উকি মেরে থাকি ৷
রসে ভরা জীবন আমার ,
ফিরে পেতাম যদি  ঐ  শৈশব !


উল্লাশে মেতে ওঠিতাম তাহলে,
সেই পুরানো  খেলার মাঠে ৷  
ছিনিয়ে নিতাম   ! কুড়িয়ে নিতাম !
সেই বন্ধুদের আড্ডা -গল্প খানি ৷


  ভেসে ভেসে চলে গেলো  !
স্মৃতিতে গড়া দিনগুলো ৷


পাজরে ছিল , আগলানো ছিলো ৷
গভীর সেই ভালবাসা !


  নিঃশ্বাসে তুমি , বিশ্বাসে তুমি ,
সেই তো তুমি হৃদয়ের রানী ৷
যারে ভুলি নাইতো আমি ৷


বাবা ছিলো, মা ছিলো ,ছিলো দাদা -দাদী ৷
তারই সাথে ভরে যেতো আদরে মুখখানি ৷
   কেটে  কেটে জীবন আমার ,কত ধাপ যে গেলো ৷
ভাই ছিলো বোন ছিলো ,ছিলো আত্মীয় স্বজন ,
তারই সাথে ছিল ,আমার ! আদরের ছেলে-মেয়ে গুলো ৷
মন খেয়াসে ভরে যেতো ,নাতি -নাতনীর মুখ দর্শনে ৷


পাড়া ছিল ,পড়শি ছিল ৷
ছিলো কি কম তাতে ৷
বিপদে তারা বন্ধু ছিল,ভুলবো কি করে তাদের ৷


স্মৃতিতে ভরা এ জীবন !হারাবে না,ক কখনো ৷
গেথে যাওয়া এই স্মৃতি ,যা ভুলে যাবো না কখনো ৷