প্রান্তহীন পথে সমুদ্রে ধরেছে ফেনা
উথ্থাল ডেউ ছড়িয়ে যায় লোনা ৷
পাখির বিচরণে সমুদ্রে  মাছ দ্যুলোক
তবে ও প্রান্তহীন পথে কত শত লোক ৷
আকাশ ফরফরে  নীলভ লালচে বিকাল
চারিদিকে স্থল বালিতে নাই কোন ফুল ৷
ক্যামরা ফটোস্যুট ব্যস্ততার  সব পর্যটক
আর তখন আমরা হাটি আলাপে চমলক ৷
যেন সমুদ্রে এক চোখ আরেক চোখ আমি
গল্পের শিরোনামে মহেন্দ্রক্ষণ সময় তুমি ৷
কচ্চপ ,ঝিনুক , শামুক,কাকড়ার দল
স্বাগতম জানাচ্ছে আনন্দে টলমল ৷
ভাবছি এভাবে হেঁটে যেতাম বহুকাল
সমুদ্রে ধারে ডেউয়ের তকমার ধুম্রজাল
আমরা হাঁটি ছাপ পড়ে যায় বালির যুগলে
আমার নেশা ধরে সমুদ্রে তোমার বগলে
আর নেশা ধরে তোমার আলতো চুমুর ঠোঁট
নেশা ধরে তোমাকে পাওয়ার সর্বত্র মোড ৷
কত চেনা মনে হয় হাসি মাখা উজ্জল চোখ
আনন্দে ভেসে যায় আনন্দে এভাবে আসুক ৷
সত্যিই সমুদ্র অনেক ভালো আমাদের জন্য
আমাদের আশা এভাবে আকাঙ্খার হোক গন্য ৷