তুমি নিশীথিনী আমায় জাগাবে তুমি ,
পাহারার ছায়ায় জাগ্রত থাকব আমি ৷
জানি এ রাত্রীতে সবাই ঘুমের মায়ায় ,
তবু হায় এ রাত্রি ঘুমে ডাকে না আমায় ৷
ডাকে অন্ধকারে নিশাচর পাপড়ি মেলার পাখি ,
আগে তো বুঝিনি এ ডাক রোমান্স গায়ে মাখি ৷
বুক ফিরে নিঃশ্বাস কখন হবে রাত্রি বারোটা !
দায়টা আমায় লালসা মেটেছে অবুঝ মনটা ৷
জানি এ রাত্রিতে লেগেছে আমার সুখের পরশ  গায় ,
তাই কখনো লাগেনা শীতের হাওয়ায় কোন আগ্নেয় ৷
এতোটা বেসেছি ভালো তাই ছাড়তে চাই না এ রাতকে
যতটা জানি যতটা ভাবি  কদর বুজি এর সর্বখাতকে ৷
যদি ও থাকে এ রাতে দন্ডিত অপরাধ বড় কিছু ,
আপোষ করিনা তাতে ছুটিনা আমি ভয়ের পিছু ৷
তবু ও নিশীথিনী জ্বালাবো তোমার হিমশিকা ,
মাতিয়ে মাতিয়ে বাড়াবো মনে তোমার প্রেম দীক্ষা !
বাজবে  নুপুর বাজাবো প্রেমের নতুন বাঁশির বীণ ,
জাগাবে রাত সাড়া দিবে আমার আকুতি ভরা মন ৷
প্রেমেতে মাজিয়ে চুমুটি চাপিয়ে কাটাবো সারা  রাত ,
হারাবো আমি জড়াবে তুমি সাক্ষী থাকবে নিরব রাত ৷