আজ নতুন দিগন্তে নতুন করে কিছু করি
নতুন পথে নতুন ধারায় নতুনের পথ ধরি ৷
নতুন মানে নতুন প্রাণে নতুন সুরের গান
নতুন মানে বদলে যাওয়া বাংলাদেশের মান ৷
নতুন মানে জন্মভূমির জন্য যুদ্ধ্ যাওয়া তরুন
নতুন মানে আধার কেটে আলো আনার চারণ ৷
নতুন মানে সতেজ সতেজ তরুণ গাছের ফলন
নতুন মানে সবাই মিলে দেশটা করি রঙ্গিন !


দেখছি কত পুরাতনের নিয়ম কানুন বাঁধা
পুরাতনকে আকড়ে রেখে ধরছে অনেক গাদা ৷
দেখছি কত গ্রাম উজার করেছে মানিনাতো আমরা
মানিনা ইয়াহিয়া মানিনাতো স্বৈরা শাসক যারা ৷
যুদ্ধের ফরমান নতুন পথে নতুন আলোয় হেঁটেছি
বঙ্গবন্ধুর ঘোষণা  জয়ের ধ্বনি আলোড়ন পাইছি ৷
কে রুধে নতুন  ধারায় জয়ের প্রচেষ্টায় আমরা !
রক্ত দিয়েছি ইজ্জত দিয়েছি মান রেখেছি আমরা ৷
স্বাধীনতা অর্জনে নতুন দেশ নতুন পতাকা পেয়েছি
নতুন ভাবনা নতুন করে স্বদেশের ঘ্রাণ নিয়েছি ৷


আলোয় আলোয় এঁকে যাই আমরা শহর , বন্দর 'গ্রাম
সবাই হেঁসে একত্রে মিলে  ফিরে পাই যে মোরা আরাম ৷
নতুন ধারায় নতুন আশায়  নতুনের হোক জয়
পুরাতন ধারা পুরাতন বর্জ্য পুরাতনের হোক ক্ষয় ৷
জাগিবে রাত্রী নতুনের আশায় নতুন আসবে ফিরে
পুরাতন শাসন পুরাতন আমল পুরাতন আছে ঘরে ৷
তাই বলে কী থাকবো থেমে নতুনের নিবোনা খুঁজে ?
যে যাই বলুকু আমাদের অধিকার আমরা নিবো বুজে ৷
নতুন দিগন্তে আশার আলোয় মশালেরা দেখ সাজে
কেন রে ভাই"বেহুলদশা অত্যাচারীর চাপে ও কাজে ৷


নতুনে যদি আসে আলোয় নতুনে আসে কল্যাণ
আমরা কেন নিতে পারিনা অবকাঠমো উন্নয়ন ৷