অন্তরেতে রাখো প্রিয় অন্তরেতে আসো
অন্তরেতে সুখের ছায়া অন্তরেতে বসো ৷


নিলাম তোমায় আপন ছায়ায় মনেরই ঘরে
সেই ঘরেতে তোমায় ছুঁয়ে আনন্দ যে ফিরে ৷


লক্ষ আশা তুমি আমার কোটি চাওয়া প্রাণ
সেই প্রাণেতে তোমায় ঘিরে নতুন সুরে গান ৷


অন্তরেতে রাখো প্রিয়া অন্তরেতে আসো  
অন্তরেতে সুখের ছায়া অন্তরেতে বসো।


অন্তর দিয়া পায় গো আশা অন্তর দিয়ো মনে
অন্তর দিয়া বাসলে ভালো যায় গো থাকা বনে ।


জানি তুমি আকাশ ছোঁয়া পাহাড়তলী মন
দুই মনেতে  লাগবে জোড়া ভাবি সারাক্ষণ।


একটু আদর চাদর মোড়া রাত্রী হাতছানি
তৃষ্ণা বুকে মরুর খরা জান না কতখানি !


অন্তরে তে রাখো প্রিয় অন্তরে তে আসো
অন্তরে তে সুখের ছায়া অন্তরে তে বসো ৷


আকাশ ছোয়াঁ স্বপ্ন আমার তুমি প্রাণের আশা
সেই আশাতেই বেঁচে রবে আমার ভালবাসা ।


এক জনমে এক প্রাণেতে একটা আশাই রাখি
আমার চোখে তোমার ছবি স্বর্ণ জোড়া আখি ।


ফুল যখন বীজের জন্য পরিপক্ব ফল
বন্ধু আমি তোমার জন্য পাইযে মনে বল..
পাই যে মনে বল..
খলখলিয়ে বুকের নদী তোমার স্রোতে ভাসে
জীবণ আমার ধন্য যে হয় তোমায় ভালবেসে ।


অন্তরে তে রাখো প্রিয় অন্তরে তে আসো...
অন্তরে তে সুখের ছাঁয়া অন্তরে তে বসো.... ৷