কতদিন হলো আসোনা এই অবেলা ,
তোমার অপেক্ষায় রাখি খোলা জানালা ৷
দৃষ্টি যতটুকু যায় তত দূর ভাসায়
ঘড়ির কাটার এভাবে সময় হারায় ৷
আসোনা তুমি বেলা ফুরালে ,
কত সৃতি মনে জড়লে ৷
জানালার পাশে আজ কেউ হাত টানেনা
বলতে এসে গেছি ভয় নেই অানমুনা ৷
তাকিয়ে দেখতে কত শত কল্পনা
এখন হয়তো তোমার মনে থাকেনা ৷
হঠাৎ আচমকে মুখ চেপে ধরতে
বুজে নিতাম তুমি স্পর্শ চাইতে ৷
কাবালা কি চেয়ে নেয় মেঘডুবি ,
রোহনী  আড়ায় দৃঢ় উলম্ভ ছুঁবি ৷
শুনেনা সে ফজরের আযানের ধ্বনি
আযান শুনলে সে দিতো বিদায়ের বানী ৷
আজ একি কারবার রাত শেষে আযান শুনি
শুধু একা কাটে রাত্রি নেই সেই বিহঙ্গ ধ্বনি ৷
যার জন্য জাগিলাম নিশি , হলাম নিশাচর
তার আসা হলোনা ঘণ্টা গেলো নির্ভপর ৷