গৃহযুদ্ধে পুড়েছে জৈবিক !
জানতে হবে তার মৌলিক  ৷


পুড়েছে জৈবিক দেহ !
শৈল্যতাপে জ্বলন্ত স্নেহ ৷


মাটির চাপাতে আবীর খোপ !
ক্ষয়িষ্ণু খেয়েছে  অনুরূপ ৷


লোকান্তরে লুকায়ছে দাদী ,,
ক্ষনদায় দুঃখ বুজে কাঁদি ৷


বিভক্তি বিভোর শূন্য
মহতী হারায়ছে সৈন্য ৷


ঝগড়ার যথার্থতা গ্রহণে ,
উচ্ছেদ দেখালো স্বরণে ৷


যুদ্ধের মূল সমীকরণে
রেহাই পায়নি মরণে ৷


মানুষ আমরা মরনশীল !
দ্বন্ব রোধে হতে হবে সহনশীল ৷


ভাল কাজ  আমরা দ্রুত চাই ৷
খারাপ কাজের অবসান চাই ৷