ক্ষীণ জ্ঞানের আহরণ
ঘুচিয়ে দেও আচারণ
জানিয়ে দেও ভুলটুকু
সংশোধন হবে দোষটুকু ৷
ঘরে থাকে মহিয়াল
দোষ খুঁজে আড়িয়াল
এতো দোষ ধরে  কি
সুখ নাই  তবে অসুখী ৷
ওহে মহাশয় করি ভক্তি
তোমার উক্তি আমার শক্তি
চলার পথের দূর্বার গতি
গ্রহণ করি তোমার নীতি ৷
অষ্ট সুখের সৃষ্ট মোহনা
জগৎ সংসার কত বাহানা
ছিন্ন কূলে ভিন্নরূপে বাসনা
সময় ঘুরে নীতি হোক কামনা ৷
জ্বলজ্বলে বাতি ঘর উজ্জল দাহ
দিয়োনা কাউকে পাপ দোষ মোহ
ধরণী এড়িয়ে যাবে পরবে শূণ্য দেহ
অযথা ভুল করে থাকোনা আবগাহ ৷