তরঙ্গ উওলানো নদী ৷
ভেসে ভেসে চলে স্রোতের টানে ৷
মোহনাকে খুজে সাগরের তরে ৷


ছুটে ফিরে আসে নদী যৌবন কে ঘিরে ৷
যৌবন দিলো তারে রূপের বাহার ৷
সেই রূপের  -রানী হয়ে সাজালে বাংলা ৷

বিষ্মিত মোই ,নন্দিত সারা বাংলা ৷
মাছে ভাতে বাঙ্গালী মোরা ৷
ধরে রেখেছে  এই বাংলার -নদীরা ৷
সিনে টান করে , মাঝি পাল তুলে ৷
বয়ে সুর টানে মাঝি মাল্লার দল ৷
  
জীবন , ধর্মে ,কর্মে
ছুটে চলে - ফিরে ৷
সিদ্ধ এক গন্তব্যে ৷


লঞ্চ ,স্টিমার ,জাহাজ,নৌকায় ভরে ৷
দিয়েছে যে  তুলে ৷
জলে ভাসে মন যে তার, চড়ে ৷
ধীরে আশার আলো ,
জাগলো নদীর কূলে ৷


নদী যে আমার দেশের প্রান ৷
বুজিতে দিবো না,ক  মৃত্যূর স্বাদ ৷
বলবো তা জনে জনে,
আসুন দেশ বাঁচাই ,নদী বাঁচাই ৷