হৃদয় তে বাসরে আমার হৃদয় তে বাস ,
সেই হৃদয়ে বাস করিয়া দুঃখ করলে চাষ ৷
আমার দুঃখ  বার মাসরে বন্ধু দুঃখ বার মাস !
আমার সর্বনাশ রে বন্ধু আমার সর্বনাশ ৷
তোমার বাড়ির উঠান তলায়
যখন বাঁজে বিয়ের সানাই
নিষ্ফলা মনে আমার ,,,উঠে ভীষন ঝড়
উঠে ভীষন ঝড় গো আমার উঠে ভীষন ঝড় ৷
এ ঝড় থামাতে পারে তোমার আমার ঘর
বন্ধু মোদের আপন ঘর গো বন্ধু মোদের আপন ঘর !
না ঢুকলি ঘরে আমার না আসলি ঘাটে
না দিলি সঙ্গ আমার উড়ে গেলি বাটে !
বিরাগ মাখা অতল আমার বিরাগ মাখা অতল
তোমায় যদি না পাই আমার জীবন হবে অচল৷
ভাবতে গিয়ে দুঃখ পাই ,যদি তোমার দেখা না পাই
বিষাদে আমায় পায়গো বন্ধু বিষাদে আমায় পায়
সন্ধ্যা হলে বন্ধু সবাই ফিরে আপন ঘরে  
সেই ঘরেতে ঢুকলে বন্ধু মনটা আনচান করে ৷
ব্যথা দিয়ো যাওগো বন্ধু , কস্ট দিয়ে যাও  
এমন করে আঘাত করে কি যে  মজা পাও ?
যে বাগানে আমরা থাকব একটি গাছের দুটি ফুল  
সেই ফুল ঝড়ে গিয়ে হইলো ভীষন ভুল ৷  
বন্ধুর কথা ভাবতে গিয়ে কষ্ট নামের পেরাগ মারে
এমন করে মারে পেরাগ ,,হৃদয়টাকে ছিন্ন  করে ৷
আমার সর্বনাশরে বন্ধু আমার সর্বনাশ
আমার দুঃখ বার মাসরে বন্ধু আমার দুঃখ বার মাস ৷৷