স্বাধীন দেশের স্বাধীন তুমি স্বাধীন তোমার ভূমি
লাল সবুজের পতাকা ওই জীবণ মৃত্যুর চেয়েও দামি ৷
দামি তোমার চারণভূমি দামি তোমার পথ
সেই পথেতে ঘুরবে তুমি , যাত্রা অবিরত ৷
থাকবে তুমি বাঁচবে তুমি চলবে তোমার গাড়ী
ইচ্ছা হলে পাড়ি দিবে গ্রাম শহর কিংবা সাগরদাড়ি
পথ চলবে মেঠো পথে দেখবে শত নদী,পাহাড়
সেই পথেতে চলার পথে, দেখবে রুপের বাহার ৷
বাড়ি তোমার বন্ধনীতে সমাজ তোমার ছায়া
সেই ছায়াতে ফুটবে তোমার দেশের প্রতি মায়া ৷


স্বাধীন দেশের স্বাধীন তুমি  স্বাধীন তোমার ভূমি
লাল সবুজের পতাকাটা অনেক বেশি দামি ৷
বায়ান্নাতে ভাষার জন্য  বৈষম্যের খুঁড়া যুক্তি
উনসত্তরে গন-আন্দোলন আমরা চাই মুক্তি  ৷
মুক্তি এলো যুক্তি করে মুগ্ধ হলো প্রতি ঘরে
সেই ঘরের দহন বলয় উঠলো কেঁপে থর থরে ৷
থরথরানি কাঁপাকাঁপি হামলা সারা মহল জুড়ে
একটি মানুষ বজ্যহানী তর্জনী ডাক হ্নদয় খুঁড়ে


শক্তি থেকে মুক্তি মিলে যুদ্ধে গেলো দশে মিলে
সেই যুদ্ধেতে প্রাণ হারালো বুক ফেঁটে যায় দিলে ৷
বঙ্গবন্ধু ভাষাণ দিলো মুক্তি চাই বাংলার সবার
সেই ভাষাণের নেতত্বে ঝাঁপিয়ে পড়লো আবার ৷
রক্তক্ষয়ী রক্তময়ী যুদ্ধময়ী যুদ্ধতে পাই স্বাধীন দেশ
সেই স্বাধীনের চেতনাতে আমরা আছি ভালোই বেশ ৷