ঘুম থেকে জাগো ঘুম থেকে জাগো
ওগো সখি নিরালা ওগো সখি নিরালা ,
চাঁদ তারারা জেগে আছে সোনালী আলোয়
দ্বীপ্তি জ্বলে জানালায় দ্বীপ্তি জ্বলে জানালা ৷
ঝিঝিঁ পোকা ডাকে সুরলা সুরে
নিভির চেতনায় ওগো সখি নিভির চেতনায় ,
নিরবতা  নিরব স্থান সব প্রেমিকের বাসনা
আমিতো জেগে আছি তোমারই কামনায় ৷
বয়েছে হাওয়া মেতেছে মুখ নড়বড়
শত আকুলতা ওগো সখি শত আকুলতা ,
আমার চাওয়া তোমাকে পাওয়া নিরবতা
বয়ে  শুধু তোমাকে নিয়ে হৃদয়ে প্রজ্জলতা ৷
উড়ছে কত রঙ্গিন ঘুড়ি শত শত কল্পনায়
কত আয়োজন কত প্রয়োজন আমার আল্পনায় ৷
জেগে আছি রাতভর ঠিকানা শুধু তোমার ,
গগনে ঝিলিক আলোয় মিশে মাটিতে জাগবে
প্রদীপ ওগো সখি প্রদীপ হতে শিখায় ভ্রমর ৷
মধু মিতালী রয়েছে নিশি আগুনে ধরেছে রুধির
জীবন প্রলপে বাঁধা সুখ খড়ি কে করিব হাজির ?
ও সখি তোমার যতনে  আমার মায়া রাখো ,
জোৎস্নার আলোয় এসে আমায় তুমি দেখো ৷