আমার সৌখিন  বাটি উল্লাসে গড়ি  ,
বানানো  বাড়ী ,তরঙ্গমালা ভরি ৷


সৌখিনে ভরা , তরুতে ভরা ৷
গন্ডিতে শুদ্ধতে খাসা গড়া ৷


ভান্ডারে সুখ , সহে তো দুঃখ !
চলে তো জন , ধরে তো পুণ্য ৷


আচারি ডাক ,জানলে বাক ৷
আধারে ডাক ,   সকালের ঝাঁকে ৷
শুনি বিহঙ্গের ডাক ৷


সোনালি ধানে ,রূপালি মাছে ,
ভরে যায় বাটি , ভরে যায় খামার ৷
সুরের সমারোহ , আবাদ্ধ বাটি ৷


দৌলতে বাটি,অর্পণে আকিঁ ৷
রত্নে বাটি ,যত্মে রাখি ৷