পরম স্নেহ মায়ায় ভরা কন্ঠমনি ,
গান গাও গান গাও একটু শুনি ৷
শ্রাব্যতা শ্রুত অলিন্দ সন্ধিপদ
অক্ষ কক্ষ প্রেম হোক আবাদ !!
কান্ত গলা বহুরুপতা বাঁশি
এ রকম গান প্রতিদিন ভালবাসি ,,
সর্বপ্রাণবাদ উপড়ে মানুষের নাম
শিখর আপাত নিষ্পন্দ বিন্দুর দাম ৷
কারিগর , শিল্পী বিন্যাস হোক আকর্ষণ -
সুরের সুর ধ্বনি ফুটুক মুখ-মোহন ৷
রোহিণী গুচ্ছ বর্ণ মায়ার পুন্জ শব্দ ,
ভাষ্য দোলায় বাঁক যুগের আকুল অব্দ ৷
সোহাগে মুখবিবর পদমতি গান
অর্ধচন্দ্রকার ধ্বনি পূণ্য পাক মান ৷
অবনয়নে সৃষ্টির বীন তৃণকান্ড , নৃত্য-নাট্য
পূণ্য গান হোক সকালের পাঠ্য  ৷৷