বিযুক্ত সংসারে বিষাক্ত মনে
সরবে দাগে কলুষিত ক্ষণে !
ভালো নেই আশার আলো
প্রদ্বীপ নিবে  সুখ ফুরালো ৷
অভিযোগ যা করলাম দোষে
অবাক পানে তাকাতে পিষে ৷
হারিয়েছি অনেক হারাবো কত  ?
নিয়নের তাপে নয়নের জল অবিরত ৷
যেখানে বাসা সেখানে দেখা
কতবার গুনা বলবো একা ৷
সাহসের সাথে হয়নি বলা
ভালোবাসি তারে একত্রে চলা ৷
বেলা ফুরালো  আধার হলো
সুখ পাখিটির বিয়ে হলো ৷
অভিমানী মন একলা রইলো
কষ্টটা মোর চেপে বসলো ৷
কত আনচান কত অভিমান
মেঘের সাথে থাকে চলমান ৷
এভাবে কি যাবে একলা মন?
হতাশায় কাতর সারাটি জীবন ৷