বেকারত্ব অভিশাপে ,জং ধরেছে জাতির মনে ৷
গুন্জনের বার্তা এসে,দিল পুরেছে কার মনে ৷
আকাশ চাহি হতাশা , মন ভেঙ্গেছে যৌবনে ৷

ফুলের পাপড়ি ঝর ঝরে ,
বীজবপনে লাভ কোন হালে ৷
যুবক তরুন খাচ্ছে গুনে ৷
ফুল ফুটাবে কেমন করে ?
ঝড়ো হাওয়া ,ঝড়ো তরুন ৷
ছুটছে দিকে কার পানে ৷
নষ্টামি ও ক্রাইম দিয়ে ৷
জাত মেরেছে জাতির দিলে ৷


চাইনা বেকার ,চাইনা ক্রাইম !
বেকারত্ব অবসান চাই ৷
নিজের গুনে ,কর নিজে ৷
কর্ম মোদের ,কর্ম ধর ৷
কর্মে আসো , কর্মে সুখ ৷
কর্মে ফল ,কর্মে প্রতিচ্ছবি ৷
কর্মে  দিবে জৈবিক  মুক্তি ৷