এখনো বয়ে চলে হাহাকার
জমিনে খুলে রাখে অভ্রচর !
পাষান মনুষত্য ছেড়ে লোভে টুইটুম্বরে ,
ত্রানের লোড নিজের আস্তানায় ঘরে ৷
আছে তো ভরপুর মন ভরে তুলো গোডাউন ,
দেখো না কত অসাহায় করছে শোডাউন ৷
শূন্য এতিমের ঘর রাস্তায় ঘুমায় আলে
হতাশায় চোখে হরেক রকম দুঃখ ঢলে ৷
চূর্ন বিচ্ছন্ন ভাঙ্গলে প্রচীর বিকট শব্দ
ওদের তো দৈনিক ভাঙ্গে দেওয়াল তব্দ ৷
শুনতে কি পাও তাদের আর্তনাদের চিৎকার ,
উচু তলায় বসে নেও না তো ওদের খবর !
হিসাবের টাকা জমে বড় অংকে
শত কোটি টাকা মজুদ রাখো ব্যাংকে !
সামন্য কিছু দেও না ওরা খেয়ে বাঁচুক
ক্ষুধা বস্ত্র বাসস্থান দূর করে বৈষম্য কমুক ৷
উত্তরণ হবে কি তোমার একটি ভাগ টাকার বিনিময় ,
দিবে কি ইজ্জত নাকি রাখবে তাদের অসাহায় ?