একটা খরকুটার  বাসা বানায়ছি ,
তুমি থাকবে বলে ৷
একটা নতুন আশা জেগে ছিল ,
তুমি ভালোবাসবা বলে ৷
বহু কষ্টে সুখ এনেছিলাম ,
তোমাকে দিবো বলে ৷
একটা প্রদীপ জ্বালিয়ে ছিলাম  ,
তোমায় দেখব ! বলে ৷
একটা কবিতা লিখেছিলাম ,
তুমি পড়বা বলে ৷
একটা অনুরোধ রেখেছিলাম ,
আমাকে ভুলে না যেতে ৷


একটা অভিমান রয়ে গেল !
তুমি আসোনি বলে ৷
তুমি আসোনি বলে ,
আমার  বাসনা এখন ও
ফুরায় নি ৷ কারণ এখন ও অপেক্ষায়
কেদেঁ কেদেঁ আখি ভিজায়  ,
দিনপ্রহরের শেষে ৷


আজ ও একলা জীবন কাটে ,
তুমি পাশে নাই বলে ৷
আজ ও শূন্যতায় ডাকে ,
খিদে পাবার  পিপাসার মত
তোমায় ফিরে পাবার আশায় ৷