এই মৃত্যু উপত্যকায় আমি
রোজ মরি তোমার অবহেলায়,
বেঁচে থেকে লাভ কি বলো
যদি তোমাকেই না পাই ?
ম্যাটিনি শোতে তোমার সাথে
সিনেমা দেখার ইচ্ছাটা রয়ে গেল অধরাই,
কি হবে আর বেঁচে থেকে বলো
সমুদ্র স্নানে যাওয়ারও হলো না সময়।
পাহাড়ের চূড়ায় ভালবাসার ধ্বনিতে
দেখা হলো না তোমার উন্মাদনা,
আকাশের দিকে তাকিয়ে তাই
লাভ কি থেকে আনমনা ?
চারিদিকে মৃত্যুর মিছিল, আতংকিত সবাই
বেঁচে থাকার কত আকুতি, কত প্রচেষ্টা!
আমিতো কবেই গেছি মরে
বেঁচে থাকার তবে কেন তেষ্টা ?