তোমার হাসিতে লুকিয়ে আছে , এক নক্ষত্রের জীবন গাঁথা।
যে নক্ষত্র জ্বলে ওঠে , অসীম মহাবিশ্বের এক নিঃসঙ্গ কোণে।
তার জন্ম হয় ধূলির মেঘে, আকাশের বুকে অগ্নিগর্ভ হয়ে।
যেখানে মহাকালের হাত ধরে গড়ে ওঠে আলোর প্রথম চুম্বন।
অন্ধকারের বুক চিরে সে আসে এক আলোর ঝড় হয়ে,
অনন্তে ছড়ানো এই আলো যেন, প্রেমের প্রথম স্বীকৃতি।
সে পুড়ে, সে জ্বলে, তার উত্তাপে সৃষ্টি হয় নতুন বিশ্বের বীজ।
যা থেকে গড়ে ওঠে  গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, একটি সৌরজগতের স্বপ্ন।
হাজার কোটি বছর পর , একদিন হয়তো সে হারায় তার জ্যোতি।
হয়তো হয়ে যায় লাল দানব, অথবা শ্বেত বামন, অথবা বিস্ফোরিত হয়ে হয় সুপারনোভা।

তাতেও তার নিঃশেষ কোথা?
সে তো থেকে যায় ধূলির স্মৃতিতে, অসংখ্য নবজন্মের মাঝে প্রতিধ্বনি হয়ে।
তার ছাই থেকে জন্ম নেওয়া নীহারিকা হয়ে যায়,
তোমার এক চিলতে হাসির মত মহাবিশ্বের অনন্য অলংকার।