প্রিয়তমা, তুমি আমার প্রার্থনায় জেগে ওঠা পূজার ফুল,
যার প্রতিটি পাপড়িতে জড়ো হয়ে আছে ভালোবাসার অঞ্জলি।
তোমার স্পর্শে আমার জীবন-মন্দিরে জ্বলে অমর দীপাবলি।
হয় হোক পাপ বা পূণ্য, তব স্পর্শ পেতে চাওয়ার কারণে-
তোমারই ছায়া মেলব আমি, বিধির সকল বরণে।
যদি তাতে কেবল পাপ হয়, তবে সেই অন্ধকারে আমি-
হব একাকী পথিক, যে হারাতে চায় তোমার ছায়াতে।
যদি সত্যিই হারানোর ক্ষণ হয়, মিশে যাব বিস্মৃতির মায়াতে।
আর যদি প্রেমই হয় এখানে অপরাধ, তবে আমি-
চিরকাল হয়ে থাকব, সেই চিহ্নিত অপরাধী।
বন্দী হওয়ার অপেক্ষায়, তোমার প্রেম কারাগারে,
আর রেখে যাবো এ হৃদয় আমি, মনো মন্দিরে।