কখনো যদি জেনে নিতে চাও,
তোমার প্রিয় ফুলের রং আমার জানা আছে কিনা?
অভিমানে ভার করা মুখখানি তোমার, চেনা আছে কিনা?
জেনো, জানা আছে।
অভ্যাসের দায়ে করা কিছু ছেলেমানুষিও বোঝা আছে।
তোমার ভুল করে হারিয়ে ফেলা পথটিও আমার চেনা আছে।
তোমার প্রিয় শৈশবের স্মৃতি, প্রিয় বৃষ্টির দিনের গান,
প্রিয় উপন্যাসের বই, তোমার রোষের অবসান।
মেঘলা আকাশ তোমার ভালো লাগার কারণ,
আমার যে স্বভাব গুলোতে দেখাও তুমি বারণ; জানি।
আমি জানি প্রতিটি উপায়ে তোমাকে।
আমি চিনি আমার ভালোবাসাকে।