'
              ব্যাস্ত শহর যখন শান্ত নীরব
         কত প্রেমিক জেগেছে রাতের ক্ষণ।
    পায়ের ধুলোয় মিশে গেছে কত প্রেমের গল্প
               আর প্রকৃতির সবুজ রং।
      ব্যার্থ প্রেম এ শহরের স্বভাবে মিশে গেছে।
কত প্রেমিক শূন্যতার মাঝে হারাতে দেখেছে প্রিয় মুখ।
কত ভালবাসার ইতিহাস, কত স্বপ্নের নিঃস্বার্থ প্রহর
মিলিয়ে গেছে ধূসর রঙ্গের এই কংক্রিটের ভিতর।
     পথে পথে মিশে থাকা কত প্রেমের স্মৃতি
   রাতের অন্ধকারে এ শহর বিলুপ্ত করে নিয়েছে।
    আর অপূর্ণ প্রেমের ভাষায় কত প্রেমিকেরা
    শূন্য আকাশে লিখেছে ধোঁয়ার মিথ্যা কাব্য
              অনুভূতির অপূর্ণ কাহিনী।