পূর্ণিমার আলো আজও নেমে আসে ঘাসের ওপর নরম কুয়াশার মতো,
তবু সেই আলোয় তোমার ছায়া পড়ে না, পড়ে কেবল একলা সন্ধ্যার দীর্ঘশ্বাস।
নদীর ঢেউ আজও বয়ে চলে চাঁদের আলো মেখে,
কিন্তু তার বুকে আর দেখা যায় না আমাদের একসঙ্গে হাঁটার প্রতিচ্ছবি।

যদি কেউ জানতো, আমার এই রাতের প্রতিটি মুহূর্ত পোড়ে কার অপেক্ষায়।
এই বাতাস, এই শীতল আলো সব কিছুই বলে যায়
কার স্নিগ্ধ স্পর্শের কথা।
যে মুহূর্তগুলোর ধুলোভরা স্মৃতি, আমি আজও ছুঁয়ে দেখতে চাই।  
যার সবই এখন যেন ছিন্নপ্রায় এক শূন্যতার গল্প।

আজও আমার হাতে রয়ে গেছে সেই রাতের মৃদু উষ্ণতা,
যখন তুমি বলেছিলে "চাঁদের আলো আমাদের সাক্ষী,"
আজ তা শুধু যেন স্মৃতির ধুলোয় ঢাকা এক ফিকে আলো,
শুধুই এক নির্বাক সঙ্গী, যে দেখে আমার নিঃসঙ্গতা।

তুমি হয়তো, এই চাঁদের দিকে তাকিয়ে আর আমার কথা ভাবো না।
হয়তো, অন্য কোথাও অন্য আলোয় নতুন কোনো স্বপ্নের গন্তব্য খুঁজে নিয়েছো।
কিন্তু আমি?