মানুষের অভিজ্ঞতার বিস্তৃতিতে,
প্রতিটি ব্যক্তি নির্ভরতার অন্তরালে আটকে আছে।
স্পষ্ট বা অস্পষ্ট হোক,
মানুষ ইচ্ছা বা বাধ্যবাধকতার দাসত্বের বন্ধনে বাঁধা।
ধাতুর শিকলে আবদ্ধ নয়।
বরং আকাঙ্ক্ষা, আবেগ বা প্রয়োজনীয়তার
সূক্ষ্ম সুতোয় আবদ্ধ প্রত্যেকেই।
প্রত্যেকেই বুনছে নিজস্ব দাসত্বের আখ্যান।
মানবতার রাজ্যে স্বাধীনতার মুকুটটি
প্রয়োজনের শৃঙ্খলে শোভা পায়।
কারণ অস্তিত্বের নৃত্যে আমরা সবাই
ভাগ্যের ছন্দের দাস হিসেবে আবদ্ধ।
অবশ্যই এই পৃথিবীতে আমরা সকলেই
কিছু না কিছুর দাস।