একটি পরিত্যক্ত শহর।আয়নায় প্রতিচ্ছবি ভেল্কিবাজের। রক্ত মাংসের শরীরে রঙমহলের গোপন উপাসনা। অনেক রাতে মাদি কুকুর ফাঁদ পাতে লেজ নেড়ে। ধর্মতন্ত্রের রিকশায় চড়ে চৈতন্য ঘোরে শহরের অলিগলি। প্রতি দিনই সভা সেমিনার ; বিষয় লুঙ্গির গিট খোলার রাজনীতি অথবা মনুষ্য চর্বির গন্ধ। বক্তব্যের নামে গন্ধ ছড়ায় পেট ফাঁপা সুশীল।
একটি পরিত্যক্ত শহর। বিল বোর্ডে হাসে উন্নয়ন। উন্নয়ন মেশিনে উৎপাদিত পন্য মানব সন্তান বিক্রি হয় নগরের হাটে। এই শহরে নেই ঝিঁঝিঁ পোকা,নেই জোনাক পোকা,আছে কসাইখানা।
একটি পরিত্যক্ত শহর। এখানে মনপোড়ার ছাই পাই। সেই ছাইয়ের গাদায় সবুজ কচি ওলের চারা। ওলের চারায় একদিন হেসে উঠবে মদন সেন।