আশার সাদা শাড়ির মাঝে
আমার জীবন যৌবনের
সবটুকু লীলাখেলা ,
ওর চোখ মুখের উন্মাদনা
আমাকে বৈশাখের মত
দুরন্ত হতে শেখায়।
সে আমার গভীর সমুদ্র পাড়ি দেবার
একমাত্র ভেলা ,
আশার শরীর থেকে সবুজ রঙ ছড়ায়
চোখ দিয়ে রক্তের মত
লাল আলো বের হয় -
যার মাঝে খুঁজে পায়
আমার দেশের পতাকা।
ওর ঠোঁটে বাজে
শহীদ ভাইয়ের গান ,
হাসিটা যদিও ম্লান
তবুও সেটা স্বভাবের নয়-বিরহের ।
বায়ান্নতে হারিয়েছে সদ্য বিবাহিত স্বামীকে
তাই  সবাই ওকে অপায়া বলে,
পাগল বলে উপহাস করে।
আমি তবুও আশাকে ভালবাসি
সে আমার বাড়ির আঙ্গিনায় ফোঁটা
শিমুল ফুলের মত ,
প্রতি বছর একুশের রাতে
আমার হৃদয়ে ফোঁটে।
  kmrahat81@gmail.com