জানো তো মুকুন্দ,
বসন্ত বোঝাই নৌকাটাকে সমুদ্র ভাসিয়ে দিয়েছি,
গভীর জলে, ঐ মাঝ সমুদ্রে,
দেখতে পাচ্ছো?
ফেনায়িত ঢেউগুলো কেমন আগ্রাসী হয়ে উঠছে
এবার লড়াই হবে, ষাঁড়ের লড়াই
রামের সাথে রহিমের,
সত্যের সাথে ভেল্কিবাজির।
আচ্ছা,একটা ড্রাগনফুলের ললিপপ দেবে,
জরাগ্রস্ত শরীর টাকে দু'দণ্ড শান্তি দিই।
মুকুন্দ, সমুদ্র নাকি ফিরিয়ে দিতে জানে।
বসন্ত বোঝাই নৌকাকে কি ফিরিয়ে দেবে?
এই সমুদ্র, দিবি?দিবি?
এই দিবি?