ঘুম পাচ্ছে, ঘুমতে পারছি না
আমার বিছানার চারিদিকে সময় দাড়িয়ে আছে-চৌকিদারের মত।
ঘুম পাচ্ছে, কেউ যেন বলছে রাত হয়নি
হয়তো রাতের পাহারাদারের এখন পিক আওয়ার-
কর্মব্যস্ত সময়, বেতন কাটার ভয় আছে।
তবুও চোখ যেন বলছে নিঝুম রাত
বালিশের কোল ঘেঁষে আর একটা বালিশ
ছোট্ট -ছোট্ট করে চলছে নালিশ
আমার ঘুম পাচ্ছে, গভীর ঘুম।
সময়ের কাছে দু'হাত পেতে ছুটি চাই
তোমার টহল চৌকি তোল, আমি ঘুমতে গেলাম।