মনে নেই, হয়ত এক আলোক বর্ষ আগে জোনাকি দেখেছি
জোনাকির পাখায় চড়ে পৃথিবী, আর মিটিমিটি আলো জ্বেলে মানবতা।
শেষ কবে ভালবেসেছি মনে নেই, হয়ত এক জনম আগে
পূর্ণিমা চাঁদের আলোয় চুপিচুপি, মুখ গুজে ক্লান্তির বুকে,
এখন নগরীর নর্দমায় থাকে ভালবাসার গলিত লাশ
ভাড়ায় কেনাবেচা হয় প্রেমিকার বুকে লেপ্টে থাকা ক্লান্তির সুখ।
পাথর দেওয়ালের শহরে এখন আর প্রাণ খুঁজে পাই না,
কচি কলার পাতার ফাঁকে দেখি কিশোরীর খোলা বুক
দুরন্ত বাতাসে বুনো পৃথিবীর ডানপিটে খোঁজে কাল্পনিক সুখ।
আমি চাইলেই এখন আর জোসনা খুঁজে পাই না, পাই না মানবতা।