অদিতি,
আমাকে আঘাত করো ঠিক ততটা
যতোটা আঘাতে তোমাকে নিষ্ঠুর মনে না হয়,
অকারণে নিষ্ঠুরতা তোমাক মানায় না।


মধ্যরাতে পাশ ফিরে শুতে গিয়ে
যদি বিছানাটা ফাকা ফাকা মনে হয়,
তখন আমাকে ডেকে নিও।
অচ্ছুত উপদ্রব মনে হলে
শীতের রাতে বাইরে দাড় করিয়ে কপাট দিও না,
অন্য ফ্লাটের প্রতিবেশীরা দেখলে তোমাকে গালমন্দ করবে
বরং ফ্লোরে মাদুর পেতে দিও।


অবিচল আস্থা গচ্ছিত রেখেছি তোমার কাছে
হাতটা অনেক বাড়িয়ে ফেলেছি
নৈকট্য না মানো, দুরত্বটা অনেক বাড়িয়ে দিও না।